ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

 

দৈনিক রূপরেখা প্রতিবেদন
প্রকাশ: ২০ জুন ২০২৫


ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা



ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহতের চেষ্টা করছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরা।

আইডিএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এদিকে, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশজুড়ে সাইরেন বাজছে এবং জারি করা হয়েছে বিমান হামলার সতর্কতা।

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইসরায়েলের বিভিন্ন শহর



টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বেইরশেভা, তেল আবিব ও জেরুজালেম শহরে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চলমান সংঘাত ও পাল্টা প্রতিশোধ



উল্লেখ্য, চলমান উত্তেজনার অংশ হিসেবে ইরান ও ইসরায়েল গত শুক্রবার (১৩ জুন) থেকে পাল্টাপাল্টি হামলায় লিপ্ত রয়েছে। ওইদিন ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বহু সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন।

জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট প্রতিশোধের ঘোষণা দেয় এবং ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

/এসআইএন



Previous Post Next Post