“এমন হামলা ক্ষমার অযোগ্য”— যুক্তরাষ্ট্রকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

দৈনিক রূপরেখা প্রতিবেদন
প্রকাশ: ২২ জুন ২০২৫ রবিবার


যুক্তরাষ্ট্রকে ‘চিরস্থায়ী ফল’ ভোগ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী



আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন বিমান হামলার পর এবার কড়া প্রতিক্রিয়া জানাল ইরান। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, "এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।"

রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

পোস্টে তিনি বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) লঙ্ঘন করেছে।”

তিনি আরও বলেন, “আজ সকালের ঘটনাগুলো অত্যন্ত লজ্জাজনক এবং এর পরিণতি হবে চিরস্থায়ী। এ ধরনের অপরাধমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রেরই সতর্ক হওয়া উচিত।”

আরাগচি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “ইরান তার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের অধিকার সংরক্ষণ করে।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকে ‘অত্যন্ত সফল’ বলেই আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে অত্যন্ত সফলভাবে হামলা চালিয়েছি। আমাদের সব বিমান নিরাপদে ইরানের আকাশসীমার বাইরে ফিরে এসেছে।”

এদিকে, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর’ (কেসিএইচকিউ) হুঁশিয়ারি দিয়েছে— ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহকারী যেকোনো দেশই ইরানের দৃষ্টিতে শত্রু হিসেবে বিবেচিত হবে এবং তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে হবে।

বিশ্লেষকদের মতে, এই হুঁশিয়ারিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ইরান কতটা অগ্রসর হয়, সেটাই এখন দেখার বিষয়। বিশ্ববাসী বর্তমানে শঙ্কা ও উৎকণ্ঠার চোখে নজর রাখছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির দিকে।


/এসআইএন
[দৈনিক রূপরেখ]



Previous Post Next Post