আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশঃ ১৪ জুন ২০২৫
![]() |
| হামলার দৃশ্যপট |
মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শক্ত জবাব দিয়েছে ইরান। শুক্রবার (৬ জুন) রাতভর তিন ধাপে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তেল আবিব, জেরুজালেম ও রিশন লেজিয়নের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছেন, পাশাপাশি তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট।
রাতভর হামলা, শতাধিক আহত
ইরানের পক্ষ থেকে চালানো হামলার প্রথম দুই ধাপে অন্তত ৪১ জন ইসরায়েলি আহত হন। শেষ ধাপে আহত হন আরও অর্ধশতাধিক। ইরানের ক্ষেপণাস্ত্রবৃষ্টি ইসরাইলের কেন্দ্রীয় শহর রিশন লেজিয়নে আঘাত হানলে বহু ভবন ধ্বংস হয়ে পড়ে। ধ্বংসস্তুপে আটকে পড়েন অসংখ্য মানুষ। আতঙ্কে জর্জরিত পুরো তেল আবিব শহর।
ইসরায়েলের পাল্টা আঘাত
রাতভর ইরানি হামলার পর শনিবার ভোরে ইসরায়েল পাল্টা হামলা চালায় তেহরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। কয়েকটি মিসাইল আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বিমানবন্দরটির একাংশ ব্যবহারযোগ্য নেই বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।
যুদ্ধের ঘোষণা ও হুঁশিয়ারি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ সংঘর্ষকে সরাসরি সম্মুখ যুদ্ধ বলে ঘোষণা করে বলেন, ইরানের সেনাবাহিনী প্রস্তুত এবং ইসরায়েলের প্রতি কোনও ‘দয়া’ দেখানো হবে না। তিনি বলেন, “ইহুদিদের এই হামলা চরম ভুল, এর ফল হবে ভয়াবহ।”
অন্যদিকে ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি বলেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করা। আগামী চার-পাঁচ দিনের মধ্যে সেই লক্ষ্যে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চলবে বলেও ঘোষণা দেন তিনি। “আমরা যুদ্ধ করছি ইরানের শাসকদের সঙ্গে, জনগণের সঙ্গে নয়”— বলেন তিনি।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এই সংঘর্ষের নিন্দা জানিয়েছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, “ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করছে ইসরায়েল। অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ করতে হবে।” চীন উদ্বেগ জানিয়েছে এই সংঘর্ষ আন্তর্জাতিকভাবে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
শান্তি আনার চেষ্টা করছে রাশিয়া
এই ভয়াবহ যুদ্ধ থামাতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে ফোনালাপ করেছেন। তিনি উভয় পক্ষকে যুদ্ধ পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানান।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার রাতেই জরুরি বৈঠক ডাকে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানায় জাতিসংঘ মহাসচিব।
