পিএসএলে গোল্ডেন ডাক সাকিবের।

 



রাওয়ালপিন্ডি, ১৮ মে ২০২৫ (নিজস্ব প্রতিবেদক):

দীর্ঘ ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে প্রত্যাশার বিপরীতে কঠোর বাস্তবতা—প্রথম বলেই ফিরেছেন সাজঘরে। ব্যাট হাতে ব্যর্থ হলেও তার দল লাহোর কালান্দার্স পেয়েছে জয়ের স্বাদ।

রোববার রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচে মাঠে নামেন সাকিব। ব্যাটিংয়ে নামেন সাত নম্বরে, কিন্তু প্রথম বলেই আহমেদ ড্যানিয়েলের বলে বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে—গোল্ডেন ডাক!

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পর শুরু হওয়া ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪৯ রান। ওপেনার ফখর জামান ৬০ রান করেন, মোহাম্মদ নাইম করেন ২২ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পেশোয়ার জালমি। নির্ধারিত ১৩ ওভারে ১২৩ রানে থেমে যায় তাদের ইনিংস। ফলে ২৪ রানে জয় পায় লাহোর কালান্দার্স।

বল হাতে সাকিব আল হাসান ২ ওভার বোলিং করে ১৮ রান দিলেও উইকেটের মুখ দেখেননি। দলের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন সালমান মির্জা, যিনি ৪ উইকেট শিকার করেন।

সাকিবের প্রত্যাবর্তন প্রত্যাশামতো না হলেও, দলের জয় কিছুটা হলেও সান্ত্বনা হতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য।


Previous Post Next Post