২০২৬ সালের এপ্রিলে জাতীয় নির্বাচন: ঈদ বার্তায় ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

 নিউজ ডেস্ক | ৬ জুন ২০২৫, শুক্রবার

Dr. Younus


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ তথ্য জানান।


🌙 ঈদ শুভেচ্ছা ও হজ পরিস্থিতি তুলে ধরলেন

ভাষণের শুরুতে ড. ইউনূস দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি হজ পালনকারীদের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও কোরবানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


🗳️ নির্বাচন নিয়ে আগ্রহ ও ঘোষণা

ড. ইউনূস বলেন,

“জাতীয় নির্বাচন কখন হবে—সে বিষয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এর আগে বলা হয়েছিল নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬–এর মধ্যে অনুষ্ঠিত হবে।”

তিনি জানান, এখন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও যোগ করেন যে,

“এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন শিগগিরই ভোটের রোডম্যাপ প্রদান করবে।”


🏛️ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন,

“এই সরকারের প্রধান দায়িত্ব হলো পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা—যাতে দেশের ভবিষ্যৎ যেন সংকটে না পড়ে।”

তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে, অতীতের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে।


🛠️ সংস্কার, বিচার ও জুলাই সনদ

ড. ইউনূস বলেন,

“আমরা সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী রোজার ঈদের আগেই সংস্কার ও বিচারে একটি গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে।

এছাড়া তিনি ঘোষণা দেন যে, জুলাই মাসে 'জুলাই সনদ' প্রকাশ করা হবে। এতে রাজনৈতিক দলসমূহের সম্মত সংস্কার প্রস্তাবসমূহ অন্তর্ভুক্ত থাকবে। প্রত্যেক দল তাতে স্বাক্ষর করে জাতির সামনে প্রতিশ্রুতি দেবে—একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের।


✅ আশু বাস্তবায়নের প্রতিশ্রুতি

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন যে,

“জুলাই সনদের অন্তর্ভুক্ত আশুকরণীয় সংস্কারসমূহ বর্তমান সরকার বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচিত সরকার অবশিষ্ট অংশ বাস্তবায়ন অব্যাহত রাখবে।”



Previous Post Next Post